ছবি,ঈদ উপহার সামগ্রী বিতরনের সময়
আলমগীর কবীর
গতকাল শনিবার গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডের চান্দরা এলাকায় হতদরিদ্, অসহায়, কর্মহীন, গরীব দুস্থদের মাঝে জাহিদ আহসান রাসেল এম পি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে জুয়েল মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করেন।
জুয়েল মন্ডল শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও গাছা থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব রাশেদুজ্জামান জুয়েল মন্ডল এর সার্বিক সহযোগীতায় ঈদ উপহার সামগ্রী চান্দরা এলাকার হতদরিদ্র,অসহায়,কর্মহীন গরীব দুস্থদের মাঝে এসব প্রদান করা হয়।
জুয়েল মন্ডল সাংবাদিকদের বলেন, গাজীপুর ২ নং আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, মাটি ও মানুষের নেতা, শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সুযোগ্য সন্তান, তার নির্দেশ আমাদের জন্য রাজনৈতিক দর্শন। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ,যুবলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা । এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা ।